Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত এমপি ডাঃ মনসুর রহমানকে ঢাকায় নেয়া হয়েছে

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমানকে ঢাকায় নেয়া হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, গত ২২ আগস্ট ডাঃ মনসুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে পরদিন ২৩ আগস্ট দুপুর থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিন-১ এ আইসোলেশনে ছিলেন।

পরিবারের স্বজনরা জানিয়েছেন, ডাঃ মনসুর রহমান করোনা আক্রান্ত হলেও জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথার মত করোনা উপসর্গ নেই বললেই চলে।

Exit mobile version