ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশে জোড়া বিস্ফোরণে প্রাণ গেছে কমপক্ষে নয় জনের। চরমপন্থি গোষ্ঠি আবু সায়াফের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জোলো শহরে দুপুরে হয় এ হামলা।
শহরের ব্যস্ত একটি বাজার এলাকা কেঁপে ওঠে শক্তিশালী প্রথম বিস্ফোরণে। কয়েক মিনিট পরই ক্যাথেড্রাল অব আওয়ার লেডি অব মাউন্ট কার্মেল গির্জার কাছে হয় দ্বিতীয় হামলাটি। গেলো বছর একই গির্জায় আত্মঘাতী বোমা হামলায় মারা যান ২৩ প্রার্থনাকারী।
পুলিশ ও সেনাবাহিনীর প্রাথমিক তথ্য বলছে, এই হামলায় ঘটনাস্থলেই নিহতদের মধ্যে পাঁচজন সেনা এবং চার জন বেসামরিক বাসিন্দা। মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে শঙ্কা প্রশাসনের। হামলার দায় এখনও স্বীকার করেনি কোনো গোষ্ঠি।

