Site icon Jamuna Television

করোনায় মৃত ৪২ জন সম্পর্কে যা জানানো হয়েছে

করোনায় মৃত ৩৫ জন সম্পর্কে যা জানানো হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৯৮৩ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এদিকে, মৃত ৪২ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন ও ষাটোর্ধ্ব মৃত্যুবরণ করেছেন ১৯ জন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

ইউএইস/

Exit mobile version