Site icon Jamuna Television

চীন-ইরানসহ প্রতিপক্ষ দেশগুলো চায় যুক্তরাষ্ট্রের পরবর্তী কাণ্ডারি হোক বাইডেন

চীন-ইরানসহ প্রতিপক্ষ দেশগুলো চায়, যুক্তরাষ্ট্রের পরবর্তী কাণ্ডারি হোক ডেমোক্র্যাট নেতা জো বাইডেন।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে বরাবর চীন একা লাভবান হয়েছে। আমরা কিছু পাইনি। এভাবে আমাদের স্বার্থ উপেক্ষার ফল দু’দেশের অর্থনৈতিক বিচ্ছিন্নতা। এমন অজস্র কারণে বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে মরীয়া চীন। ইরানও চায় না নভেম্বরে আমি পুনঃনির্বাচিত হই। কারণ তাহলে পরমাণু চুক্তির অস্তিত্বই থাকবে না।”

Exit mobile version