Site icon Jamuna Television

জীবনানন্দে মেতেছেন মিথিলা

বেশ ক’দিন ধরেই যেন জীবনানন্দে মেতে আছেন মডেল-অভিনেত্রী ও উন্নয়নকর্মী মিথিলা। ক’দিন ধরেই নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে জীবনানন্দ দাশের কবিতা শেয়ার করে চলেছেন তিনি। সাথে জুড়ে দিচ্ছেন নিজের ছবিও। কখনও যেন সুরঞ্জনা, কখনও বা বনলতা সেন হওয়ার বাসনা।

গত ১৯ আগস্ট মিথিলা শেয়ার করেন, কবি জীবনানন্দ দাশের ‘সুরঞ্জনা’ কবিতার লাইন- “সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছো; পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন; কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছো; গ্ৰীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন শুনেছো ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীর গায়েকী চেয়েছে? কী পেয়েছে? —গিয়েছে হারায়ে।

পরদিন আবার শেয়ার করেন কবির ‘আমাকে তুমি’ কবিতাটির কিছু পংক্তি- ‘একটা ধবল চিতল-হরিণীর ছায়া/আতার ধূসর ক্ষীরে-গড়া মূর্তির মতো/ নদীর জলে/ সমস্ত বিকেলবেলা ধ’রে/ স্থির।’

সাথে যথারীতি তার নিজের একটি ছবি জুড়ে দেন মিথিলা।

সোমবার তো ‘বনলতা সেন’ কবিতার লাইনই শেয়ার করলেন মিথিলা। ‘সব পাখি ঘরে আসে-সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন’- সাথে ক্লাসিক লুকের একটি ছবি। যেন বনলতা সেন হওয়ার বাসনা পেয়ে বসেছে তাকে।

বলাইবাহুল্য, মিথিলার এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। দুই বাংলার অনেক তারকারাও এতে মন্তব্য করছেন। হাজার হাজার শেয়ার ও রিঅ্যাকশন হচ্ছে।

করোনাকালের পুরোটা সময় ঢাকাতেই ছিলেন কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সাথে গাঁটছড়া বাঁধা মিথিলা। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই সম্প্রতি ছুটে গেছেন স্বামীর কাছে। সঙ্গে আছে একমাত্র মেয়েও আইরাও। স্বামী-সন্তানের মাঝে থেকেও বনলতা সেন হওয়ার তীব্র আকুতি!

Exit mobile version