Site icon Jamuna Television

নাভালনিকে বিষপ্রয়োগের ইঙ্গিত জার্মান চিকিৎসকদের

নাভালনিকে বিষপ্রয়োগের ইঙ্গিত জার্মান চিকিৎসকদের

প্রাথমিক পর্যবেক্ষণে রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির দেহে বিষপ্রয়োগের ইঙ্গিত স্পষ্ট। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ‘কোলিস্টেরেজ ইনহিবিটরস’ ধরনের উপাদান পেয়েছে জার্মান চিকিৎসক দল।

সোমবার বার্লিনের শাহিতে হাসপাতাল জানায়, চিকিৎসাবিজ্ঞানে স্বল্প পরিচিত উপাদানটি মানবদেহে প্রাকৃতিকভাবে থাকে না। কিন্তু এটি শরীরের সব স্নায়ুকোষের সাথে মস্তিষ্কের যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে।

এর আগে, নাভালনির শরীরে বিষাক্ত কোন উপাদান মেলেনি বলে জানিয়েছিলেন রুশ চিকিৎসকরা। কোমায় থাকা পুতিনের কট্টর সমালোচক এখনো আইসিইউতে চিকিৎসাধীন। অবস্থা সংকটাপন্ন হলেও আপাতত মৃত্যুঝুঁকি নেই, জানিয়েছে বার্লিন।

বৃহস্পতিবার বিমানবন্দরে চা পানের পর হঠাৎই মৃত্যুশয্যায় চলে যান তিনি। পরিবার ও সমর্থকদের অভিযোগ, তাকে বিষপ্রয়োগ করা হয়েছে।

Exit mobile version