Site icon Jamuna Television

ঘরে ফিরেছে বায়ার্ন ও পিএসজি

করোনার কারণে অনাড়ম্বর আয়োজনে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতা বায়ার্ন মিউনিখ। বিমান বন্দরে ছোট্ট আয়োজনে তাদের বরণ করে নেয় বাভারিয়ান রাজ্যের গভর্নর মার্কাস সোডার। দেশে ফিরেছে শিরোপা বঞ্চিত হওয়া পিএসজিও।

ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পরে ড্রেসিং রুম আর লিসবনের টিম হোটেলে শিরোপা উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। কোভিড-১৯ এর গাইড লাইন মানতে আগেই ভক্তদের জানিয়ে দেয়া হয়েছিলো জার্মানিতে ফিরে বাড়তি কোন আয়োজন থাকছে না। হয়েছেও তাই, বিমানবন্দরে বাভারিয়ান রাজ্যের গভর্নরে অভ্যর্থনার পর ডেরায় ফেরেন লেভানডোভস্কি, মুলাররা।

এদিকে ফাইনাল হারের হতাশা নিয়ে প্যারিসে ফিরেছে নেইমার, এমবাপ্পেরাও। ফুটবলারদের মানসিক ভাবে চাঙ্গা করতে ক্লাব প্রাঙ্গনে কর্মকর্তাদের সাথে তাদের বরণ করতে হাজির ছিলেন পরিবারের সদস্যরাও।

Exit mobile version