Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হয়ে তবে কি ভুলের মাশুল দিতে হলো বোল্টকে?

করোনা আক্রান্ত হয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। করোনা আক্রান্ত হবার খবর সামাজিক যোগোযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন এই জ্যামাইকান।

২১ আগস্ট করোনা মাহমারির মাঝে সমাজিক দূরত্ব তোয়াক্কা না করে নিজের ৩৪তম জন্মদিন উদযাপন করেন উসাইন বোল্ট। বোল্টের মত তারকার এই কাণ্ড সমালোচিত হয়। কিন্তু এবার করোনায় আক্রান্ত হয়ে সেই ভুলের চড়া মাশুল দিতে হলো বোল্টকে।

শনিবার বোল্টের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্ট পজেটিভ আসায় আপাতত সেলফ আইসোলেশনে আছেন এই কিংবদন্তি ।

Exit mobile version