Site icon Jamuna Television

গোপালগ‌ঞ্জে নৈশকোচ থেকে অস্ত্রসহ ৭ জন আটক

স্টাফ রি‌পোর্টার, গোপালগঞ্জ:

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী উপ‌জেলার ভাটিয়াপাড়া গোল চত্বরে ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ থেকে দেশীয় অস্ত্রসহ সাত জনকে আটক করেছে পু‌লিশ। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন কা‌শিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ‌জিজুর রহমান।

পু‌লিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা হাইওয়ে থানা, গোপীনাথপুর পু‌লিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশ যৌথ অ‌ভিযা‌ন চালায়। রাত পৌনে একটার দিকে সাতটি দেশীয় অস্ত্রসহ সাত জনকে আটক ক‌রা হয়। য‌দিও তাদের নাম প‌রিচয় নি‌শ্চিত করতে পারেনি পু‌লিশ।

ইমাদ প‌রিবহনের সুপারভাইজার মোঃ নুরুল ইসলাম জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে খুলনার দু‌টি কাউন্টার থেকে আটককৃত সাত জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে টি‌কিট কেটে বাসে ওঠে। কিন্তু, তাদের আচরণ সন্দেহজনক মনে হলে ফ‌কিরহাট নেমে ভাঙ্গা হাইওয়ে থানায় জানানো হয়। এরপর পু‌লিশ তাদের আটক করে।

Exit mobile version