Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দফা করোনা সংক্রমণ

দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দফা করোনা সংক্রমণ

দক্ষিণ কোরিয়ায় মহামারির দ্বিতীয় পর্যায়ে ব্যাপক হারে করোনা সংক্রমণের মুখে। নতুন সংক্রমণের ২০ শতাংশেরই উৎস অজানা, জানিয়েছেন সিউলের রোগতত্ত্ববিদরা।

প্রথম পর্যায়ে সফলভাবে ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করলেও, দ্বিতীয় পর্যায়ে একটি গির্জা থেকে সংক্রমণ শুরু হলে তা ছড়িয়েছে ১৭ প্রদেশের সবগুলোতে। প্রতিদিন শনাক্ত হচ্ছেন কয়েকশ’ নতুন রোগী। ফলে রাজধানী সিউলে মাস্ক এবং সারা দেশে শারীরিক দূরত্ব নিশ্চিতে বেশ কিছু স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করা হয়েছে। আসতে পারে শিক্ষা প্রতিষ্ঠান আর ব্যবসা-বাণিজ্য সাময়িক বন্ধের ঘোষণা।

এদিকে ত্রিশোর্ধ্ব এক যুবকের দেহে সাড়ে ৪ মাসের ব্যবধানে ফের করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত করেছে হংকং ইউনিভার্সিটি। যদিও একই ব্যক্তির দেহে ভাইরাসটি দ্বিতীয়বার সংক্রমণযোগ্য কিনা, তা নিশ্চিতে এখনও বিস্তর গবেষণা দরকার বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Exit mobile version