Site icon Jamuna Television

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক

স্টাফ রিপোর্টার, জামালপুর:

জামালপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে সদরের লক্ষ্মীর চর উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ধর্ষণের শিকার ওই শিশুকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ রাতেই লক্ষ্মীর চর উত্তর পাড়ায় অভিযান চালিয়ে ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে।

নির্যাতনের শিকার ওই শিশুর বাবা জানান, বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশি বিজয় (১৪) ও আলমগীর (১৭) নামে দুই কিশোর শিশুটিকে বিজয়দের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে। এসময় বিজয়দের বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পারলে ওই দুই কিশোর পালিয়ে যায়।

খবর পেয়ে নির্যাতনের শিকার শিশুটির পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিশুর বাবা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, শিশুটির বাবা-মা থানায় এসে ঘটনা বর্ণনা করেছে। রাতেই অভিযান চালিয়ে বিজয়কে আটক করা হয়েছে। শিশুটির বাবা থানায় অভিযোগ করবেন। আভিযোগ পেলেই মামলা হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়া করা হবে।

Exit mobile version