Site icon Jamuna Television

চেলসিতে কাই হ্যাভেটস, যে কোন সময় আনুষ্ঠানিক ঘোষণা

বেয়ার লেভারকুজেন থেকে জার্মান প্লেমেকার কাই হ্যাভেটসকে ১০৪ মিলিয়ন ইউরোতে দলে নিতে যাচ্ছে চেলসি।

জার্মান গণমাধ্যমের মতে, হ্যাভেটসকে দলে নেবার প্রাথমিক চুক্তি সেরে ফেলেছে চেলসি। যে কোন সময়ে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। মৌসুমের তৃতীয় ফুটবলার হিসেবে এই আক্রমণাত্বক মিডফিল্ডারকে ডেরায় ভেড়াতে যাচ্ছেন ব্লুদের কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। সবকিছু ঠিক থাকলে ৫ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেবেন ২১ বছর বয়সি এই তরুণ।

লেভারকুজেনের হয়ে দুর্দান্ত পারফর্ম করা হ্যাভেটসকে পেতে লড়াইয়ে ছিলো বায়ার্ন মিউনিখ, লিভারপুল, রিয়াল মাদ্রিদের মত জায়ান্ট ক্লাব গুলো।

Exit mobile version