Site icon Jamuna Television

রিমান্ডে মিথ্যা জবানবন্দি আদায়ে পুলিশের বিরুদ্ধে তদন্ত চেয়ে আবেদন

রিমান্ডে নিয়ে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি আদায়ের ঘটনায় নারায়ণগঞ্জ পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী।

সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির এ আবেদন করেন। তিনি স্বীকারোক্তি আদায়ের নথিও তলব চান। ধর্ষণের পর হত্যা করা হয়েছে এ দায় স্বীকার করে আসামিরা জবানবন্দি দিলেও ৫১ দিন পর ওই কিশোরিকে জীবিত উদ্ধার করা হয়।

এ নিয়ে সমালোচনার মুখে পরে রিমান্ডে নেয়া পুলিশ কর্মকর্তারা। আসামিদের স্বজনরা অভিযোগ করেন নির্যাতন করে আসামিদের কাছ থেকে মিথ্যা জবানবন্দি আদায় করেন পুলিশ। বিচারপতি ইনায়েতুর রহিম এর নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানী হতে পারে।

Exit mobile version