Site icon Jamuna Television

‘মীরাক্কেল’ থেকে বাদ পড়লেন শ্রীলেখা! বিচারকের আসনে স্বস্তিকা না নুসরত?

ভারতের জনপ্রিয় কমেডি শো মীরাক্কেল’র বিচারক থেকে বাদ পড়ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোমবার শ্রীলেখা মিত্র নিজেই ফেসবুকে জানিয়েছেন এই খবর। তবে ফেসবুক পোস্টে শো’র নাম উল্লেখ না করলেও কমেডি শো থেকে বাদ পড়ার কথা বলতেই বুঝতে আর বাকি নেই যে, এই পোস্ট ‘মীরাক্কেল’কে নিয়েই।

শ্রীলেখা মিত্র এই বাদ পড়াকে নেপোটিজমের বিরুদ্ধে সত্য কথা বলার কারণেই হয়েছে বলে তিনি জানান। গত ১০ বছর ধরে ‘মীরাক্কেল’-এর বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার অনুরাগীরা।

শ্রীলেখা মিত্রের বদলে বিচারকের আসনে টলিউডের কোন অভিনেত্রীকে দেখা যাবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শ্রীলেখার পরিবর্তে ‘মীরাক্কেল’-এ দেখা যেতে পারে স্বস্তিকা মুখোপাধ্যায়, নুসরত জাহান কিংবা পাওলি দামকে। তবে চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে।

Exit mobile version