Site icon Jamuna Television

পিরোজপুরে পানিতে ভেসে গেছে ৬ কোটি টাকার মাছ

বিগত কয়েক দিনের সৃষ্ট বন্যায় পিরোজপুরের ৭টি উপজেলার দেড় হাজার পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এর আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকার বেশি। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে মাছ চাষীরা।

স্থানীয়রা জানান, জোয়ারের প্রবল পানির চাপে জেলার সকল উপজেলায়ই পুকুর ও ঘের প্লাবিত হয়েছে। এরফলে চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ বেরিয়ে গেছে। তবে বিগত ৮-১০ বছরে এত পানির চাপ দেখেনি বলেও জানান তারা। বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলা।

এছাড়া বিভিন্ন ধরণের ফসলের ক্ষতি হলেও এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরুপন করতে পারেনি কৃষি বিভাগ।

আর বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান জেলা মৎস কর্মকর্তা। ক্ষতিগ্রস্থ মাছ চাষীদের সরকার সর্বোচ্চ সহযোগীতা করবে বলেও জানান তিনি।

Exit mobile version