Site icon Jamuna Television

ফেনীর সোনাগাজীতে গরুসহ ৬ গরুচোর গ্রেফতার

ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে পৃথক অভিযানে চুরিকৃত ৫ গরুসহ ৬ গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গরুচোরদের ধরতে সোনাগাজীর চারচান্দিয়া ইউনিয়নে অভিযান চালায় থানার পুলিশ সদস্যরা। এসময় চোরাইকৃত ৫টি গরুসহ ৬ চোরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল দক্ষিণ পূর্ব চরচান্দিয়া ইউনিয়নের হানিফ মোক্তার বাড়ির মৃত বদিউজ্জামানের ছেলে বেলাল হোসেন (৫০), একই বাড়ির ছিদ্দিকুর রহমানের ছেলে শহিদুল ইসলাম সোহেল (২৮), মিয়াজী বাড়ির আব্দুল মান্নানের ছেলে শাকিল (১৮), একই বাড়ির নুরুল আফসারের ছেলে রিফাত হোসেন (১৮) ও চর সোনাপুরের আব্দুর রহিমের ছেলে নুরুল আফসার (২৬)।

ওসি জানান, চোরাই গরুগুলো সোনাগাজী মডেল থানা হেফাজতে আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Exit mobile version