Site icon Jamuna Television

টাইগারদের ব্যাটিং পরামর্শক হলেন ক্রেইগ ম্যাকমিলান

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হলেন ক্রেইগ ম্যাকমিলান। নেইল ম্যাকেঞ্জির জায়গায় সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ শুরু করবেন এই কিউই।

ব্যক্তিগত কারণে ব্যাটিং কোচ থেকে পদত্যাগ করেন নেইল ম্যাকেঞ্জি। তাই তো আসন্ন শ্রীলঙ্কা সফরে ব্যাটিং কোচ খুঁজতে থাকে বিসিবি। ম্যাকেঞ্জির চুক্তি ছিলো শুধু ওয়ানডে বা টি-টোয়েন্টির জন্য। তবে এবার সেপথে হাটেনি বিসিবি।

লাল-সাদা উভয় বলে তামিম-মুশফিকদের ব্যাটিং দেখভাল করবেন ক্রেইগ ম্যাকমিলান। শ্রীলঙ্কা সফরেই যোগ দিবেন তিনি। সাবেক এই কিউই ব্যাটসম্যান ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন।

ইউএইচ/

Exit mobile version