Site icon Jamuna Television

পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

রাজধানীর মালিবাগে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

সেখানে রোগ শনাক্তে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগে এ জরিমানা করা হয়। অভিযান চলে প্রায় ঘণ্টা খানেক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রোগ শনাক্তে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে না। বাড়তি মুনাফার আশায় তড়িঘড়ি রিপোর্ট দেয়।

পরে মালিবাগের আমেরিকা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেও অভিযান চালানো হয়। লাইসেন্স না থাকায় তাদের তিন লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের মধ্যে লাইসেন্স করার নির্দেশ দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version