Site icon Jamuna Television

করোনার থাবা বাড়ির ভেতরে, সপরিবারে কোয়ারেন্টাইনে দেব

বাড়ির ম্যানেজার উত্তমের করোনা পজেটিভ রিপোর্ট আসায় সপরিবারে কোয়ারেন্টাইনে গেলেন অভিনেতা ও সাংসদ দেব। মঙ্গলবার দুপুরে নিজেই টুইট করে এসব জানান এই অভিনেতা।

টুইটার পোস্টে দেব লেখেন, “আমার বাড়ির ম্যানেজার উত্তম আমার পরিবারের সদস্যের মতোই। আজ উত্তমের করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। উত্তমের শরীরে করোনাভাইরাসের কোনও উপসর্গ নেই। আমরা তাকে আমাদের বাড়িতেই আইসোলেশনে রেখেছি। একইসঙ্গে আমি আর আমার পরিবারের সদস্যরা আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবো। অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই। সুস্থ থাকুন, সাবধান থাকুন।”

এর পরপরই আরেক টুইটে দেব জানান, তিনি ও পরিবারের বাকি সদস্যরা করোনা নেগেটিভ। সতর্কতামূলকভাবে প্রত্যেকে কোয়ারেন্টাইনে থাকছেন। রুক্মিণী মৈত্ররও করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

এমন পোস্টে ভক্তদের মনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টুইটের পরই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করছে।

Exit mobile version