Site icon Jamuna Television

উলঙ্গ হয়ে তরুণীকে যৌন হয়রানি করা সেই বখাটে আটক

চট্টগ্রামের মাদারবাড়িতে বিবস্ত্র হয়ে নারীকে হয়রানি করা যুবক বাবলুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ব্যাপারিপাড়ার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দলবল নিয়ে প্রায়ই মেয়েদের উত্ত্যক্ত করতো বাবলু। মঙ্গলবার বিবস্ত্র হয়ে প্রতিবেশী এক তরুণীকে হয়রানি করতে দেখা যায় তাকে। এ সময় তার পরিবারের লোকজনও সেখানে উপস্থিত ছিল।

এ ঘটনার সময় তোলা কিছু স্থিরদৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা নিয়ে তৈরি হয় তীব্র সমালোচনা। এরপরই বাবলুকে ধরতে অভিযানে নামে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version