Site icon Jamuna Television

মেসিকে বিদায়ীবার্তা জানাল কাতালুনিয়ার প্রেসিডেন্ট

গণমাধ্যমে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার সংবাদ প্রকাশের পর তাকে বিদায়ীবার্তা জানিয়েছেন কাতালুনিয়ার প্রেসিডেন্ট কুইম তোরা। এক টুইট বার্তায় মেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, কাতালুনিয়া সবসময় আপনার বাড়ির মত।

প্রেসিডেন্ট কুইম তোরা বলেন, খুবই ভাগ্যবান যে বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়ের সাথে কয়েক বছর আমরা ছিলাম। এই মহান অ্যাথেলেটকে আমরা কখনও ভুলতে পারবো না।

এরআগে মেসির বার্সা ছাড়ার দাবি করে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস সংবাদ প্রকাশ করে।

সংবাদে বলা হয়, ফ্যাক্সযোগে বার্সেলোনা ছাড়তে চাওয়ার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন মেসি।সেকারণে কাতালান দলটির সঙ্গে তার যে চুক্তি রয়েছে, তা বাতিল করতেও অনুরোধ করেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

টিওয়াইসি স্পোর্টস প্রতিবেদনে আরও জানায়, মেসি আর বার্সেলোনায় থাকতে রাজি নন। নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে তিনি আর খেলা চালিয়ে যেতে চান না।

তবে বার্সেলোনা ছাড়লে মেসি কোথায় যেতে পারেন? সম্ভাব্য হিসেবে শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটি, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড অথবা ইন্টার মিলানের নাম।

Exit mobile version