Site icon Jamuna Television

কিউবায় মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

কিউবায় মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

মানবদেহে নিজস্ব ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করলো কিউবা। প্রথম ধাপে অংশ নিচ্ছেন ১৯ থেকে ৫৯ বছর বয়সী ২০ স্বেচ্ছাসেবী।

সোমবার বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। বলা হয়, ‘সোভেরিন ০১’ (Soberana 01) ভ্যাকসিনটি নিয়ে কাজ করছে, রাষ্ট্রায়ত্ব বায়োটেক প্রতিষ্ঠান ফিনলে ইনস্টিটিউট।

বিবৃতিতে জানানো হয়, ট্রায়ালে অংশগ্রহনকারীদের শরীরে প্রয়োগ করা হবে দুই দফা ডোজ। পর্যায়ক্রমে ৬৭৬ জনের শরীরে দেয়া হবে এই টিকা। ভ্যাকসিনটির ট্রায়াল শেষ হবে আগামী বছরের ১১ জানুয়ারি।

এর আগে প্রাণীদেহের ওপর টিকাটির সাফল্য মিলেছে। দেশটিতে করোনায় মাত্র ৯১ জন প্রাণ হারিয়েছেন; সংক্রমিত সাড়ে তিন হাজারের বেশি।

কিউবা স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিচালক ফ্রান্সিসকো দুরান বলেন, হারিকেন ও ঘূর্ণিঝড়ের শঙ্কা মাথায় নিয়েই মানবদেহে ভ্যাকসিনটির পরীক্ষামূলক ট্রায়াল শুরু করা হয়েছে। পূর্ণাঙ্গ নিয়মনীতি মেনেই সোভেরিন ০১ টিকার প্রয়োগ চলছে। আমার বিশ্বাস প্রথম লাতিন দেশ হিসেবে মানব দেহে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছি আমরা। যা কিউবার জন্য বড় এক অর্জন।

Exit mobile version