Site icon Jamuna Television

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে পুলিশের আরও এ কনস্টেবল মারা গেছেন। কনস্টেবল মোঃ আঃ হান্নান চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত ছিলেন।

জানা যায়, করোনা উপসর্গ নিয়ে হান্নান কুষ্টিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ২৩ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

কনস্টেবল মোঃ আঃ হান্নান ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ইউছুফপুর গ্রামে।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, করোনাকালে ৭১ জন পুলিশ সদস্য মারা গেছেন।

Exit mobile version