Site icon Jamuna Television

বার্সায় এসেছি তারকা হতে: ত্রিনকাও

ইউরোপের কোনো বড় ক্লাবের হয়ে প্রথমবারের মতো খেলবেন ফ্রান্সিস্কো ত্রিনকাও। সেটাও আবার বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী দলে। তবে বড় মঞ্চে আলো ছড়াতে দারুণ আত্মবিশ্বাসী তিনি। কাতালুনিয়ার ক্লাবটির হয়ে ইতিহাস গড়তে চান তরুণ এই পর্তুগিজ ফরোয়ার্ড।

ত্রিনকাওকে ক্লাবে ভেড়াতে গত জানুয়ারিতে তার সেই সময়ের ক্লাব ব্রাগার সঙ্গে সমঝোতায় পৌঁছায় বার্সেলোনা। চুক্তি অনুযায়ী, ১ জুলাই নতুন ঠিকানায় যোগ দেন তিনি। আনুষ্ঠানিকভাবে বুধবার তাকে গণমাধ্যমের সামনে আনে বার্সা।

২০ বছর বয়সী এই ফুটবলার বলেন, নতুন দলের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত আমি। আমি বার্সায় এসেছি পরিশ্রম করতে এবং এই ক্লাবে তারকা হয়ে উঠতে। গোল ও অ্যাসিস্ট করে দলকে সাহায্য করতে আমি প্রস্তুত। আমি যে কোনো পজিশনে খেলতে পারি, আক্রমণভাগ কিংবা উইংয়ে…আশা করি সমর্থকরা আমার খেলা উপভোগ করবে।’

নবম পর্তুগিজ ফুটবলার হিসেবে বার্সেলোনার হয়ে খেলবেন ত্রিনকাও।

ইউএইচ/

Exit mobile version