Site icon Jamuna Television

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস আজ। করোনার কারণে সীমিত পরিসরে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি।

সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সীমিত পরিসরে শোভাযাত্রা শেষে পুষ্পার্ঘ অর্পণ করা হয় সমাধিতে।

সকাল সাড়ে দশটায় প্রশাসনিক ভবনে হবে ভার্চুয়াল আলোচনা। বাংলা একাডেমিও নানা আয়োজনে দিনটি পালন করছে।

১৯৭৬ সালে এই দিনে চলে যান জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা।

Exit mobile version