Site icon Jamuna Television

মরিশাস উপকূলে ভেসে এসেছে কমপক্ষে ১৭টি মৃত ডলফিন

মরিশাস উপকূলে ভেসে এসেছে কমপক্ষে ১৭টি মৃত ডলফিন

মরিশাস উপকূলে ভেসে এসেছে কমপক্ষে ১৭টি মৃত ডলফিন। এর জন্য প্রবালপ্রাচীরে ধাক্কা খেয়ে, জাপানের একটি জাহাজ থেকে ভারত মহাসাগরের ওই অংশে তেল ছড়ানোর সাম্প্রতিক ঘটনাকে দায়ী করছে পরিবেশবিদরা।

জুলাইয়ে ওই ঘটনার পর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে বিপুলসংখ্যক মরা মাছ আর কাঁকড়া ভেসে এসেছে বিভিন্ন উপকূলে। যদিও প্রাথমিক তথ্যে তেল ছড়ানো থেকে ডলফিনের মৃত্যুর কোনো প্রমাণ মেলেনি বলে দাবি মরিশাসের মৎস্য মন্ত্রণালয়ের।

বলা হচ্ছে, মারা যাওয়া অন্তত দু’টো ডলফিনগুলোর শরীরে হাঙরের কামড়ের দাগ পাওয়া গেছে। ডলফিনগুলোর মৃত্যুর কারণ নিশ্চিতে ময়নাতদন্ত চলছে।

এদিকে মৎস্যবিজ্ঞানের ইতিহাসে একসঙ্গে এতোগুলো ডলফিনের মৃত্যুর ঘটনা বিরল।

Exit mobile version