Site icon Jamuna Television

৪৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে বেন চিলওয়েল

লেস্টার সিটি থেকে লেফট ব্যাক বেন চিলওয়েলকে দলে নিয়েছে চেলসি। ৪৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই ইংলিশকে দলে নিলো ব্লুরা।

নতুন মৌসুমের আগে তৃতীয় ফুটবলার হিসেবে বেন চিলওয়েলকে ডেরায় ভেড়ালো চেলসি। ৫ বছরের জন্য এই ২৩ বছর বয়সি ডিফেন্ডারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে লন্ডনের ক্লাবটি। ইতোমধ্যেই ইংল্যান্ডের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন চিলওয়েল। তবে ইনজুরির কারনের মৌসুমের শেষ ৫ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।

এরআগে নতুন মৌসুমের জন্য আয়াক্স থেকে হাকিম জিয়েক, আরবি লাইপজিগ থেকে টিমো ভার্নারকে দলে নিয়েছে চেলসি। আজ আনুষ্ঠানিক ভাবে ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভাকে দলে নিতে পারে ল্যাম্পার্ডের দল।

Exit mobile version