Site icon Jamuna Television

রোনালদোর দেশ থেকে মেসির বদলি আনল বার্সা!

বার্সেলোনা-মেসি সম্পর্ক ছিন্ন হবার শোরগোলে যখন মুখর বিশ্ব, ঠিক তখনই আনুষ্ঠানিক ভাবে নতুন এক ফরোয়ার্ডকে ভক্তদের সাথে পরিচয় করিয়ে দিলো কাতালান ক্লাবটি।

ফ্রান্সিসকো ত্রিনকাও নামের ২০ বছর বয়সি এই তরুণ পর্তুগিজ ফুটবলারকে ৩১ মিলিয়ন ইউরোর বিনিময়ে গেল জানুয়ারিতে দলে ভেড়ানোর চুক্তি করেছিলো বার্সেলোনা। কিন্তু চুক্তির শর্ত মেনে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ব্রাগায় মৌসুম শেষ করার পর বার্সার ডেরায় যোগ দিলেন এই তরুণ।

পর্তুগালে ভালো মৌসুম কাটিয়েছেন ত্রিনকাও। ৮ গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর এই স্বদেশি। পাশাপাশি ১৬টি গোল তৈরিতেও রেখেছেন গুরুত্বপুর্ণ ভূমিকা।

Exit mobile version