Site icon Jamuna Television

করোনায় স্থূলকায়দের মৃত্যুঝুঁকি ৫০ শতাংশ বেশি

করোনায় স্থূলকায়দের মৃত্যুঝুঁকি ৫০ শতাংশ বেশি

করোনাভাইরাসে স্থূলকায় ব্যক্তিদের মৃত্যুঝুঁকি ৫০ শতাংশ বেশি। করোনাভাইরাসের ভ্যাকসিনও তাদের দেহে কম কার্যকর হওয়ার শঙ্কা রয়েছে। ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।

বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের অর্ধেকের বেশি মানুষ স্থূলতায় ভুগছেন।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের চার লাখ রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইসিইউতে ভর্তি হওয়া ৭৪ শতাংশ মানুষের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। অতিরিক্ত ওজনে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসহ নানা জটিলতা সৃষ্টি হয়। যা মানবদেহে করোনাভাইরাসকে অপ্রতিরোধ্য করে তোলে। সাধারণ ফ্লু’র ভ্যাকসিনে স্থূলকায় ব্যক্তিরা খুব একটা লাভবান হন না বলে, করোনার ভ্যাকসিনেও একই রকম ফল মিলতে পারে বলে মত গবেষকদের।

Exit mobile version