Site icon Jamuna Television

স্কুলছাত্রের আঙ্গুল কাটার ঘটনায় গ্রেফতার হয়নি মাদক ব্যবসায়ীরা

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রের আঙ্গুল কেটে নেয়ার মামলায় তিন মাদক ব্যবসায়ী এখনও পলাতক। মঙ্গলবার গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে একজনকে।

আহত সাজিদুল ইসলাম পরান (১৮), কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় আয়েশা ইসলামিক স্কুলের দশম শ্রেণির ছাত্র।

ভূক্তভোগী ছাত্র পরাণ জানায়, কালিয়াকৈরের ধোপাচালা ও রাখালিয়াচালা এলাকায় মাদকবিরোধী কমিটি করা হয়। সেই কমিটির সহযোগিতায় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার মাদক ব্যবসায়ী নিরব, শহিদুলসহ তিন থেকে চারজন তার ওপর হামলা চালায়। কেটে নেয়া হয় দুটি আঙ্গুল।পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Exit mobile version