Site icon Jamuna Television

বিদেশে ছিলেন, তাই সম্রাটের সম্পদ সম্পর্কে ধারণা নেই ভাইয়ের

অবৈধ সম্পদ অর্জন, মানিলন্ডারিং এর অভিযোগ তদন্তে যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট এর ভাই ফরিদ আহমেদ চৌধুরী ও স্ত্রী শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

সকালে দুদক কার্যালয়ে আসেন সম্রাটের ভাই ফরিদ আহমেদ চৌধুরী। দুইঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেলা ১২ টায় তিনি বেরিয়ে আসেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরিদ বলেন, তিনি দীর্ঘদিন লন্ডনে বসবাস করছেন। দেশের সাথে সংযোগ নেই। সম্রাটের সম্পদ সম্পর্কেও তার কোন ধারণা নেই। সেখানে অবৈধ সম্পদের কথা তার জানার কথাও না। দুদকের সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছেন বলেও জানান তিনি।

আর আগে বেলা সাড়ে এগারোটায় দুদকে আসেন সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী। তার জিজ্ঞাসাবাদ চলছে। দুর্নীতি মামলায় বর্তমানে কারাগারে আছেন আলোচিত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট।

Exit mobile version