Site icon Jamuna Television

বিরাট-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

বিরাট-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

গাঁটছড়া বাধার আড়াই বছরের বেশি সময় পর দুই থেকে তিনজনে পরিণত হতে যাচ্ছে ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। প্রথমবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন তারা।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় নিজেই এ খবর নিশ্চিত করেছেন আনুশকা। কবে নাগাদ আসছে নতুন অতিথি, জানিয়ে দিয়েছেন সেটাও। ২০২১ সালের জানুয়ারিতে অন্য রকম এক আলোয় আলোকিত হবে ‘বিরুস্কার’ সংসার।

স্বামী টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলির সঙ্গে নিজের হাসিখুশি মাখা একটি ছবি পোস্ট করে টুইটারে আনুশকা লিখেছেন- অতঃপর আমরা তিনজন! আসছে ২০২১ সালের জানুয়ারিতে!

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় জুটির সন্তান আগমনের খবর শুনে অভিনন্দন বার্তার ভাসছেন তারা।

উল্লেখ্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকার সঙ্গে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন বিরাট। গণমাধ্যমের সব আগ্রহ কেড়ে নিয়ে ঐ বছরের ৯ ডিসেম্বর ইতালির মিলানে মালাবদল করেন তারা।

Exit mobile version