Site icon Jamuna Television

জেএসসি ও জেডিসি পরীক্ষাও হবে না

২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে পিইসি ও সমমান পরীক্ষা না নেয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।

এদিকে, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৬ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে সে সময় জানানো হয়েছিল। পরে ওই ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। এখন আগস্ট মাসের শেষে এসে ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকতে বলা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version