Site icon Jamuna Television

শতভাগ বিদ্যুতায়নের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার সকালে গনভবন থেকে তিনি এই উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নবীনগর ও সরাইল উপজেলা।

ব্রাহ্মণবাড়িয়ায় এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ জেলার ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। পাশাপাশি দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইনও উদ্বোধন করেন তিনি।

Exit mobile version