Site icon Jamuna Television

দুই মাসের মধ্যে আরও সুসংবাদ জানাবে তুরস্ক: তুর্কি মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যেই তুরস্ক আরো কিছু সুসংবাদ জানাতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির শক্তি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী ফেতিহ দোমেজ। খবর তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক’র।

সিএনএন তুর্কিকে দেয়া এক মন্তব্যে ফেতিহ দোমেজ বলেন, আগামী দুই মাসের মধ্যেই কৃষ্ণসাগরে আরো কিছু প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিস্কার হওয়ার দ্বারপ্রান্তে আছে। আমরা আমাদের আবিষ্কৃত হওয়া খনির আশে পাশেই আরো কিছু খনির সন্ধান পেতে যাচ্ছি যা গভীরতা ও আয়তনে আবিষ্কৃত হওয়া খনির সমমানের।

ফেতিহ দোমিজ আরও বলেন, আশা করা যায় ২০২৩ সাল নাগাদ তুরস্ক নিজেদের আবিষ্কৃত খনিগুলো থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা শুরু করতে পারবে।

এসময়, তিনি বলেন- যদি আরও খনি পাওয়ার সম্ভাবনা দেখা যায় তবে দুইটি অনুসন্ধানী জাহাজ এর জন্য পর্যাপ্ত হবে না। সেই সাথে উত্তর ভূমধ্যসাগরেও প্রাকৃতির সম্পদের অনুসন্ধান চালাবে তুরস্ক।

Exit mobile version