Site icon Jamuna Television

মেসিকে কিনছে কলকাতা নাইট রাইডার্স!

নিজের প্রিয় ঘর বার্সেলোনা ছাড়তে চলছেন লিওনেল মেসি। এখবর এখন পুরোনো। তবে বার্সা ছাড়ার পর কোথায় যেতে পারেন তিনি তা নিয়েই চলছে তুমুল জল্পনা কল্পনা।

এরমধ্যে আগুনে ঘি ঢাললো আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। মেসিকে কেকেআর’র জার্সি পরিয়ে টুইটও করেছে দলটি।

মেসিকে কেকেআর’র জার্সি পরিয়ে দেয়া সেই টুইটে কেকেআর লিখে “মিস্টার মেসি, বেগুনি ও সোনালি জার্সি পরলে কেমন হয়?”

মজার ছলে করা এই টুইট সাড়াও ফেলেছে দারুণ ক্রীড়াপ্রেমীদের মধ্যে। টুইটটি করার পরপরই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Exit mobile version