Site icon Jamuna Television

ফের পার্লামেন্ট বন্ধ ঘোষণা করলো দক্ষিণ কোরিয়া

করোনা আতঙ্কে আবরও পার্লামেন্ট বন্ধ ঘোষণা করলো দক্ষিণ কোরিয়া। আক্রান্ত এক ফটোসাংবাদিকের পার্লামেন্টে নিউজ কভার করার কারণে এমন সিদ্ধান্ত নিলো দেশটি।

আরব নিউজের খবরে বলা হয়, দেশটির পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা আতঙ্কে সংসদ সদস্যদের একটি গ্রুপ স্বেচ্ছা কোয়ারেন্টাইনে গেছেন।

খবরে বলা হয়, বুধবার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির বৈঠক কভার করেন এক ফটোসাংবাদিক। পরে পরীক্ষায় তার করোনাভাইরাস পজেটিভ হয়। এ ঘটনায় বৃহস্পতিবার পার্লামেন্ট বন্ধ ঘোষণা করা হয়।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সংক্রমণের ধাক্কা লেগেছে পার্লামেন্টেও। গত ফেব্রুয়ারির পর এনিয়ে দ্বিতীয়বার করোনার কারণে পার্লামেন্ট বন্ধ করা হল।

এদিকে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ওই বৈঠক শেষে ফটোসাংবাদিক জানতে পারেন এই সপ্তাহে এক আত্মীয়ের সঙ্গে দেখা করেছেন, যার করোনা পজেটিভ হয়েছেন। এর পরই তিনি পরীক্ষা করান এবং তার দেহে ভাইরাস শনাক্ত হয়। খবরটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাশনাল অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করা হয় এবং তার সংস্পর্শে যাওয়া প্রত্যেককে টেস্ট করতে বলা হয়েছে।

Exit mobile version