Site icon Jamuna Television

১৫ আগস্টের ষড়যন্ত্র সম্পন্ন করতেই ২১ আগস্টের হামলা করান তারেক: জয়

১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার সময় আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান জননেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। আর সেদিনের সেই অসমাপ্ত ষড়যন্ত্র সম্পন্ন করতেই ২১ আগস্টে হামলার ঘটান জিয়ার কুপুত্র তারেক।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

জয় বলেন, জাতির পিতাকে হত্যার করার দায়ে জিয়ার মরনোত্তর বিচার করা অবশ্যই দরকার। জাতির পিতা একদিনে হয়নি। তিনি সকলের ঊর্ধ্বে।

তিনি বলেন, তরেক আজ জাতির পিতা নিয়ে কথা বলে। তার পিতা জাতির পিতাকে হত্যার ষড়যন্ত্র করে আর তার কুপুত্র তারেক জিয়া অতি উৎসাহী হয়ে ২১ আগস্টের হামলা ঘটায়।

Exit mobile version