Site icon Jamuna Television

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

শারীরিক অসুস্থতার কারণে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন শিনজো আবে। আজই সংবাদ সম্মেলনে দিবেন আনুষ্ঠানিক ঘোষণা।

দীর্ঘদিন থেকেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। কিন্তু, গেলো সপ্তাহে দু’বার হাসপাতালে চিকিৎসার জন্য গেলে বাড়ে পদত্যাগের গুঞ্জন। এর আগেও, ২০০৭ সালে শারীরিক অসুস্থতার কারণে ক্ষমতা থেকে অব্যাহতি নেন শিনজো। ৬৫ বছরের এই রাজনীতিক ২০১২ সাল থেকে টানা জাপানের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, ২০০৬-০৭ সালেও ছিলেন খণ্ডকালীন প্রধানমন্ত্রী। সরকার পরিচালনায় অদক্ষতা-অর্থনৈতিক ধসের কারণে সম্প্রতি তিনি জনপ্রিয়তা হারালেও শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।

Exit mobile version