Site icon Jamuna Television

স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদফতরের মাঝে সমন্বয় রাখতে বললেন ওবায়দুল কাদের

মানবিক কাজে বাধা প্রদান আওয়ামী লীগের নীতি নয়: কাদের

হাসপাতালে করোনা রোগীদের যাতে উপেক্ষা করা না হয়, সে বিষয়ে বিশেষ নজর দিতে স্বাস্থ্যের ডিজির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসাথে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফলাফল আরও দ্রুত গতিতে দেবার উপর জোর দিয়েছেন তিনি।

সকালে ধানমন্ডিতে দলের পক্ষে স্বাস্থ্য অধিদফতরকে মাস্ক ও পিপিই প্রদান অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের মাঝে সমন্বয় না থাকলে সমস্যা তৈরি হয়; তাই এ বিষয় সমন্বয় রাখতে স্বাস্থ্যের ডিজির প্রতি আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে স্বাস্থ্যের ডিজি সরকারি দলের নেতাদের সহযোগিতা কামনা করে বলেন, সরকারি দলের নেতারা শক্তভাবে পাশে দাড়ালেই স্বাস্থ্য খাতে কাজ করে আমি আমার পদের সার্থকতা প্রমাণ করতে পারবো।

Exit mobile version