Site icon Jamuna Television

৩১ আগস্ট দেশে ফিরছে সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসান বাংলাদেশে ফিরছেন ৩১ আগস্ট। যুক্তরাষ্ট্র থেকে সোমবার রাতে ঢাকায় পা রাখবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

পরিস্থিতি অনুকূলে থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে ২য় টেস্টেই মাঠে দেখা যেতে পারে সাকিবকে। অবশ্য ৩ ম্যাচ সিরিজের এই সফরে শুরু থেকে দলের সাথে থাকতে পারবেন না সাকিব। তাই বিকেএসপিতে আলাদাভাবে তার অনুশীলনের প্রস্তুতি নেয়া হয়েছে। সিরিজের ১ম টেস্ট নিষেধাজ্ঞার মধ্যে থাকায় দলের সাথে শ্রীলংকাতে যেতে পারবেন না তিনি। আলাদাভাবে ২য় টেস্ট খেলতে রওনা হতে হবে সাকিব আল হাসানকে।

Exit mobile version