Site icon Jamuna Television

উত্তরখানে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

রাজধানীর উত্তরখানে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরখান রাজাবাড়ি খ্রিষ্টান পাড়ায় খুন হন মো. সোহাগ। সে উত্তরখান ৪৬নং ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য ছিলো।

নিহতের বড় ভাই মোঃ সোলাইমান জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে এক রিকশাওয়ালাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা গালিগালাজ করে। এ সময় সোহাগ তার প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে উত্তরা নর্দান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পরে ময়নাতদন্ত শেষে আজ দুপুর ২টার দিকে উত্তরখানে লাশ নিয়ে আসা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফনের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে কিশোর গ্যাংয়ের প্রধান হৃদয়কে প্রধান আসামি করে আরও ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। পরে হত্যায় জড়িত সন্দেহে বাবু, শাহিন, রায়হান ও সাব্বির নামে ৪ জনকে পুলিশ গ্রেফতার করে।

Exit mobile version