অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরখানে হত্যা করা হয়েছে এইচএসসি পরীক্ষার্থী সোহাগকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সোহাগকে হত্যায় জড়িত ছিল ৬ জন।
বৃহস্পতিবার রাত ৮টা ৩৬ মিনিটের সময়ে স্টাইল ফ্যাশনস নামক একটি তৈরি পোশাক কারখানার সামনে দিয়ে যাচ্ছিল এই অটোরিকশা। এ সময় কাদা ছিটে কয়েকজন তরুণের গায়ে লাগে।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, কাদা ছিটায় ওই অটোচালককে মারধর করেন হৃদয় সাদসহ ৬ তরুণ। মারধরের প্রতিবাদ করাতে সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে সোহাগকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার ঘটনায় জড়িতদের সবার বয়স ২০-২২ বছরের মধ্যে হবে। এদের মধ্যে হৃদয় উত্তরাতে কিশোর গ্যাং গ্রুপের সদস্য। বাকিরা এলাকার নয় বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। তাদের ধরতে তৎপরতার কথা জানান উত্তরখান থানার ওসি মো. হেলাল উদ্দিন।
তিনি জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তা খতিয়ে দেখছি। আমরা কয়েকজনকে শনাক্ত করে নজরদারিতে রেখেছি। এ ঘটনায় নিহতের বড় ভাই মেহেদি হাসান কর্তৃক একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমন তুচ্ছ ঘটনায় সোহাগকে যারা মেরে ফেললো তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

