Site icon Jamuna Television

সুশান্তের সন্তানের মা হতে চেয়েছিলাম: রিয়া

সুশান্ত সিং রাজপুতের সন্তানের মা হতে চেয়েছিলেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী নিজে। খবর ভারতীয় গণমাধ্যম জি২৪ নিউজ’র।

ভারতীয় গণমাধ্যম জানায় এক সাক্ষাতকারে রিয়া বলেন, সুশান্ত সবসময় বলতো আমাদের সম্পর্ক সামনে আনতে। ২০১৯-এর ১৩ এপ্রিলে রোহিনী আইয়ারের পার্টিতে আমাদের সম্পর্ক শুরু হয়েছিল।

রিয়া আরও জানান, ‘সুশান্ত ও আমি কখনও বিয়ের কথা সরাসরি বলিনি। তবে হ্যাঁ, সুশান্তের সঙ্গে আমার সম্পর্ক অনেকদিন চলেছিল, এখন মনে হচ্ছে পরের জন্মেও চলবে। আমি সুশান্তকে সবসময় বলতাম, আমার একটা ছোট্ট সুশান্ত চাই, ছোট্ট সুশি, একেবারেই ওর মতো দেখতে। এটা আমাদের খুবই ব্যক্তিগত স্তরে এমন মজা চলত। দম্পতির মতোই এধরনের কথা হতো আমাদের।”

সুশান্তের কোন জিনিসটা পছন্দ ছিল প্রশ্ন রিয়া বলেন, ‘কোনটা নয়? ওর মতো সৎ মানুষ আমি খুবই কম দেখেছি।’

Exit mobile version