Site icon Jamuna Television

এক বছরের চুক্তিতে চেলসিতে সিলভা

ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভাকে দলে নিয়েছে ইংলিশ জায়ন্ট চেলসি। এক বছরের চুক্তিতে থিয়াগো সিলভার সার্ভিস নিশ্চিত করেছে ব্লুরা। দুই পক্ষের সম্মতিতে আরও এক বছরের চুক্তি বাড়ানোর সুযোগ আছে।

ফ্লান্সের জায়ান্ট পিএসজিতে আট মৌসুম কাটানোর পর চুক্তি শেষ হয় ব্রাজিলের সাবেক এই অধিনায়কের। গেল মৌসুমে রক্ষণ নিয়ে সমস্যায় ভোগা চেলসি কোচ ল্যাম্পার্ড ঘাটতি পুরণে ৩৫ বছর বয়সি সিলভাকে ডেরায় ভিড়িয়েছেন। এর আগে লেস্টার সিটি থেকে লেফটব্যাট বেন চিলওয়েলকে দলে নিয়েছে চেলসি।

Exit mobile version