Site icon Jamuna Television

বড় ধাক্কা ধোনি শিবিরে, করোনা আক্রান্ত ১০ জন

করোনা বড় ধাক্কা দিয়েছে আইপিএলকে। দুবাইয়ে গিয়েই চেন্নাই সুপার কিংসের এক পেস বোলারসহ কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট ১০ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ এর সংক্রমণ।

আইপিএলে অংশ নিতে গত ২১ আগষ্ট আরব আমিরাতে পৌঁছেছে চেন্নাই সুপার কিংস। মাহেন্দ্র সিং ধোনির দল স্বাভাবিক নিয়ম মেনে এই মুহুর্তে আছেন কোয়ারেন্টাইনে। যেখানে পৌঁছানোর পর নিয়ম মেনে টিম হোটেলে করোনা টেস্ট করা হয়েছে। তবে আক্রন্তদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এটি নিশ্চিত করা হয়েছে আক্রান্ত ক্রিকেটার একজন পেসার, যিনি ভারতের জাতীয় দলে খেলেছেন।

ভারতের হয়ে খেলেছেন এমন দুজন পেসার আছেন চেন্নাই স্কোয়ার্ডে, দীপক চাহার ও শারদুল ঠাকুর। এছাড়াও কোচিং ও সাপোর্ট স্টাফসহ সংশ্লিষ্ট অন্তত আরও ১০ জন আক্রান্ত হয়েছে।

Exit mobile version