Site icon Jamuna Television

মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে গেছে কয়েদি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন মিন্টু নামে এক আসামি পালিয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৪ টার দিকে পালিয়ে যায় ওই আসামি।

জানা গেছে, টাঙ্গাইল কারাগারের বন্দি মিন্টু অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১২ আগস্ট ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। শুক্রবার তার শরীর খারাপ হওয়ায় ওই দিনই রাজধানীর মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়। রাতের বেলা সে কৌশলে পালিয়ে যায়। আসামি মিন্টু মাদক মামলার আসামি। তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ নানা অসুখে ভুগছেন। এ ঘটনায় দায়িত্ব পালনকারী তিন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ।

Exit mobile version