Site icon Jamuna Television

কুয়েতে বাংলাদেশি মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

কুয়েতে একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি দুই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা সম্পর্কে মা-মেয়ে। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার জেলিব আল-সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, নিহতরা হলেন- মা মমতা (৫৬) এবং মেয়ে স্বর্ণলতা (৩১)। তাদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হয়েছে সেটিতে কেবল তারা দুজনই থাকতেন। লাশ দেখে ধারণা করা হচ্ছে তাদের পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় পরিকল্পিত খুনের মামলা রেকর্ড করেছে পুলিশ।

Exit mobile version