Site icon Jamuna Television

সোহাগ হত্যা: এখনও গ্রেফতার হয়নি কিশোর গ্যাং এর কেউ

রাজধানীর উত্তরখানে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী সোহাগ আহমেদের হত্যায় জড়িত কিশোর গ্যাং এর কোন সদস্য এখনও গ্রেফতার হয় নি। সোহাগ উত্তরা পাবলিক কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কিশোর গ্যাং এর ছয়-সাত জন সদস্য মিলে সোহাগকে হত্যা করে। হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন তার পরিবার।

স্থানীয়রা বলছেন, সোহাগ হত্যায়্র হৃদয়সহ তার বাহিনীর সদস্যরা কিশোর আদনান কবির খুনের ঘটনার সঙ্গেও জড়িত।

গত ২৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে উত্তরখানের রাজবাড়ি খ্রিস্টানপাড়া এলাকায় রাস্তা দিয়ে অটোরিক্সা যাওয়ার সময় এক বখাটের পায়ে পানির ছিটা লাগে। পরে ঐ বখাটেরা অটোরিকশা চালককে মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করে সোহাগ। এসময় বখাটে হৃদয়সহ তার সাথে থাকা অন্যরা সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় সোহাগের বাবা উত্তরখান থানায় মামলা করেছে। সিসিটিভির ফুটেজে হত্যার সঙ্গে ছয় জনকে দেখা গেছে। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Exit mobile version