Site icon Jamuna Television

বগুড়ায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দুই প্রভাষক বরখাস্ত

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজের দুই প্রভাষককে সাময়িক বরখাস্ত করেছে ব্যবস্থাপনা কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের বিষয়টি গণমাধ্যমে প্রচারের পর শুক্রবার রাতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, অভিযুক্ত প্রভাষক আবদুল মোত্তালিব ও আব্দুল্লাহ আল মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Exit mobile version